ত্রিপিটকের খুদ্দকনিকায়ের জাতক কথার অন্তর্গত কুণাল জাতকে এই নীতি রয়েছে। গৌতমবুদ্ধ বলছেন, ৪টি জিনি কখনো ঘরের বাইরে রাখতে নেই - ষাঁড়, গাভী, গাড়ি ও স্ত্রী। তজনি এটাও বলেছেন যে নারীকে আত্মীয়দের বাড়িতেও রাখতে নেই। কেননা, নারীরা আত্মীয়ের বাড়িতে থাকলে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়।
সূত্র: ত্রিপিটক > খুদ্দকনিকায় > জাতক কথা > ৫৩৬. কুণাল জাতক
Tags
বৌদ্ধমত
