হিন্দুর যীশুপূজা ও বাইবেলের মূর্তিপূজা বিদ্বেষ
যাত্রাপুস্তক 22.20
তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
দ্বিতীয় বিবরণ 27:15
যাত্রাপুস্তক 34.13-14
যিহিষ্কেল 37:23
মথি 10.34-36
2 রাজাবলি 22:17
যিহোশূয় 24:23
যিহিষ্কেল 20:39
যাত্রা পুস্তক 34:17
লেবীয় পুস্তক 19:4
দ্বিতীয় বিবরণ 29:17-18
লেবীয় পুস্তক 26:1
গণনা পুস্তক 33:52-53
যিশাইয় 45:20
যিহিষ্কেল 11:18
যাত্রাপুস্তক 23.24
লুক 12.51-53
“আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না” (যিশাইয় ৪২:৮ পদ)
প্রতিমা ও মূর্তি সম্পর্কে কিছু বাইবেলের বাণী
যাত্রাপুস্তক ২০:৩ পদ
“আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক”
যাত্রাপুস্তক ২০:৪ পদ
“তুমি আমার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না”
যাত্রাপুস্তক ২০:৫ পদ
“তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না, এবং তাহাদের সেবা করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদযোগী ঈশ্বর”
যাত্রাপুস্তক ২৩:১৩ পদ
“ইতর দেবগণের নাম উল্লেখ করিও না, তোমাদের মুখে যেন তাহা শুনা না যায়”
লেবীয় ১৯:৪ পদ
“তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমূখ হইও না, ও আপনাদের জন্য ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর”
লেবীয় ২৬:১ পদ
“তোমরা
আপনাদের জন্য অবস্তু প্রতিমা নির্মাণ করিও না, এবং ক্ষোদিত প্রতিমা কিম্বা
স্তম্ভ স্থাপন করিও না, ও তাহার কাছে প্রণিপাত করিবার জন্য তোমাদের দেশে
কোন ক্ষোদিত প্রস্তর রাখিও না; কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর”
লেবীয় ২৬:৩০ পদ
“আর
আমি তোমাদের উচ্চস্থল সকল ভগ্ন করিব, তোমাদের সূর্যপ্রতিমা সকল নষ্ট করিব,
ও তোমাদের পুত্তলিকাদের শবের উপরে তোমাদের শব ফেলিয়া দিব; এবং আমার প্রাণ
তোমাদিগকে ঘৃণা করিবে”
দ্বিতীয় বিবরণ ১১:১৬ পদ
“আপনাদের
বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়, এবং তোমরা পথ ছাড়িয়া অন্য
দেবগণের সেবা কর ও তাহাদের নিকটে প্রণিপাত কর; করিলে তোমাদের প্রতি
সদপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে ও তিনি আকাশ রুদ্ধ করিবেন, তাহাতে বৃষ্টি
হইবে না”
দ্বিতীয় বিবরণ ২৯:১৭-১৯ পদ
“এবং
তাহাদের ঘৃণার্হ বস্তু সকল, তাহাদের কাষ্ঠময়, পাষাণময়, রৌপ্যময় ও স্বর্ণময়
পুত্তলি সকল দেখিয়াছি। এই জাতিদের দেবগণের সেবা করিতে যাইবার জন্য অদ্য
আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে যাহার হৃদয় পরাঙ্মুখ হয়, এমন কোনো পুরুষ,
কিম্বা স্ত্রী, কিম্বা গোষ্ঠী, কিম্বা বংশ তোমাদের মধ্যে যেন না থাকে,
বিষবৃক্ষের কি নাগদানার মূল তোমাদের মধ্যে যেন না থাকে, এবং এই শাপের কথা
শ্রবণকালে কেহ যেন মনে মনে আপনার ধন্যবাদ করিয়া না বলে, আমি সিক্তের সহিত
শুষ্কের ধ্বংস করিবার জন্য আপন হৃদয়ের কঠিনতায় চলিলেও আমার শান্তি হইবে।
সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের উপরে তখন
সদাপ্রভুর ক্রোধ ও তাঁহার অন্তর্জ্বালা প্রধূমিত হইবে, এবং এই পুস্তকে
লিখিত সমস্ত শাপ তাহার উপরে শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নিচে
হইতে তাহার নাম লোপ করিবেন”
১ শমূয়েল ১৫:২৩ পদ
“কারণ
আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্র পাঠের ন্যায় পাপের তুল্য, এবং অবাধ্যতা,
পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই
জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন।”
২ রাজাবলি ১৭:১২-১৮ পদ
“আর
তাহারা পুত্তলিকাদের সেবা করিত, যাহার বিষয় সদাপ্রভু বলিয়াছিলেন, তোমরা
এমন কর্ম করিবে না। তথাপি সদাপ্রভু সমস্ত ভাববাদীর ও দর্শকের দ্বারা
ইস্রায়েলের ও যিহূদার কাছে সাক্ষ্য দিতেন, বলিতেন, তোমরা আপনাদের কুপথ হইতে
ফির, এবং আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছি, ও আমার
দাস ভাববাদিগণের হস্ত দ্বারা তোমাদের নিকটে যাহা পাঠাইয়াছি, তদনুসারে আমার
আজ্ঞা ও বিধি সকল পালন কর। কিন্তু তাহার কথা শুনিল না, তাহাদের যে
পিতৃপুরুষেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করিত না, তাহাদের গ্রীবার
ন্যায় আপন আপন গ্রীবা শক্ত করিত। আর তাঁহার বিধি সকল ও তাহাদের
পিতৃপুরুষদের সহিত কৃত তাঁহার নিয়ম, ও তাহাদের কাছে প্রদত্ত তাঁহার সাক্ষ্য
সকল অগ্রাহ্য করিয়াছিল; আর অসার বস্তুর অনুগামী হইয়া আপনারাও অসার
হইয়াছিল; এবং সদাপ্রভু যাহাদের মত কর্ম করিতে নিষেধ করিয়াছিলেন, সেই
চতুর্দিকস্থ জাতিগণের অনুগামী হইয়াছিল। তাহারা আপন ঈশ্বর সদাপ্রভুর সমস্ত
আজ্ঞা ত্যাগ করিয়া আপনাদের জন্য ছাঁচে ঢালা প্রতিমা, দুই গোবৎস, নির্মাণ
করিয়াছিল, অশেরা-মূর্তিও নির্মাণ করিয়াছিল, এবং আকাশের সমস্ত বাহিনীর কাছে
প্রণিপাত ও বালদেবের সেবা করিত। আর তাহারা আপন আপন পুত্রকন্যাদিগকে অগ্নির
মধ্য দিয়া গমন করাইত, এবং মন্ত্র ও মায়াক্রিয়ার ব্যবহার করিত, আর সদাপ্রভুর
দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিবার জন্য আপনাদিগকে বিক্রয় করিয়াছিল, এইরূপে
তাঁহাকে অসস্তুষ্ট করিল। এই জন্য সদাপ্রভু ইস্রায়েলের উপরে অতিশয় ক্রুদ্ধ
হইয়া তাহাদিগকে আপনার দৃষ্টিগোচর হইতে দূর করিলেন; কেবল যিহূদা বংশ ব্যতীত
আর কেহ অবশিষ্ট থাকিল না।”
২ রাজাবলি ২১:১১-১৩ পদ
“যিহূদা-রাজ
মনঃশি এই সকল ঘৃণিত কার্য করিয়াছে; তাহার পূর্বে যে ইমোরীয়েরা ছিল,
তাহাদের কৃত সমস্ত কার্য হইতেও সে অধিক দুষ্কার্য করিয়াছে, এবং আপন
পুত্তলিগণ দ্বারা যিহূদাকেও পাপ করাইয়াছে। অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু
এই কথা কহেন, দেখ, আমি যিরূশালমের ও যিহূদার উপরে এমন অমঙ্গল আনিব যে, তাহা
যে কেহ শুনিবে, তাহার কর্ণযুগল শিহরিয়া উঠিবে। আর আমি যিরূশালেমের উপরে
শময়িয়ার সূত্র ও আহাবকুলের ওলন বিস্তার করিব; যেমন কেহ থালা মুছিয়া ফেলে,
এবং মুছিলে পর তাহা উল্টাইয়া উবুড় করে, তদ্রূপ আমি যিরূশালেমকে মুছিয়া
ফেলিব।”
২ রাজাবলি ২৩:৫ পদ
“আর
যিহূদার রাজগণ কর্তৃক নিযুক্ত যে পুরোহিতেরা যিহূদা দেশের নগরে নগরে
উচ্চস্থলীতে, ও যিরূশালেমের চারিদিকে নানা স্থানে ধূপ জ্বালাইত, এবং যাহারা
বালের, সূর্যের ও চন্দ্রের এবং গৃহগণের ও আকাশের সমস্ত বাহিনীর উদ্দেশে
ধূপ জ্বালাইত, তাহাদিগকে তিনি নিবৃত্ত করিলেন”
২ রাজাবলি ২৩:২৪ পদ
“আর
যোশিয় যেন সদাপ্রভুর গৃহে হিষ্কিয় যাজকের প্রাপ্ত পুস্তকে লিখিত ব্যবস্থার
সমস্ত বাক্য অটল রাখিতে পারেন, তজ্জন্য তিনি যিহূদা দেশে ও যিরূশালেমে যে
সকল ভূতড়িয়া, গুনিন, ঠাকুর, পুত্তলি ও ঘৃণার্হ বস্তু দেখিতে পাইলেন, সেই
সকল দূর করিলেন”
১ বংশাবলি ১৬:২৫ পদ
“কেননা
সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ। কেননা
জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা।”
২ বংশাবলি ২৪:১৮ পদ
“পরে
তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ ত্যাগ করিয়া
আশেরা-মূর্তি ও নানা প্রতিমার পূজা করিতে লাগিল; আর তাহাদের এই দোষ
প্রযুক্ত যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল।”
গীতসংহিতা ১১৫:৪-৯ পদ
“উহাদের
প্রতিমা সকল রৌপ ও স্বর্ণ, মনুষ্যের হস্তের কার্য, মুখ থাকিতেও তাহারা কথা
কহে না; চক্ষু থাকিতেও দেখিতে পায় না; কর্ণ থাকিতেও শুনিতে পায় না; নাসিকা
থাকিতেও ঘ্রাণ পায় না; হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না; চরণ থাকিতেও
চলিতে পারে না; তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না। যেমন তাহারা, তেমনি হইতে
তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেগুলিতে নির্ভর করে। হে ইস্রায়েল তুমি
সদাপ্রভুতেই নির্ভর কর; ‘তিনিই তাহাদের ও তাহাদের ঢাল।’”
গীতসংহিতা ১৩৫:১৫-১৮ পদ
“জাতিগণের
প্রতিমা সকল রৌপ ও সুবর্ণ, সেগুলি মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও
তাহারা কথা কহে না; চক্ষু থাকিতেও দেখিতে পায় না; কর্ণ থাকিতেও শুনিতে পায়
না; তাহাদের মুখে শ্বাসমাত্রও নাই। যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের
নির্মাতারা, আর যে কেহ সেইগুলিতে নির্ভর করে।”
যিশাইয় ২:৮ পদ
“আর তাহাদের দেশ প্রতিমায় পরিপূর্ণ, তাহারা আপনাদের হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করে, তাহা ত তাহাদেরই অঙ্গুলি দ্বারা নির্মিত।”
যিশাইয় ৪২:৮ পদ
“আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্ব আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।”
যিশাইয় ৪৪:১৭-১৯ পদ
“আর
সে তাহার অবশিষ্ট অংশ দ্বারা এক দেবতা, আপনার জন্য এক প্রতিমা নির্মাণ
করে, সে তাহার কাছে দণ্ডবৎ হইয়া প্রণিপাত করে, এবং তাহার কাছে প্রার্থনা
করিয়া বলে, আমাকে উদ্ধার কর, কেননা তুমি আমার দেবতা। তাহারা জানে না, ও
বিবেচনা করে না; কেননা তিনি তাহাদের চক্ষু বদ্ধ করিয়াছন, তাই তাহারা দেখিতে
পায় না; তাহাদের চিত্ত বদ্ধ করিয়াছেন, তাই তাহারা বুঝিতে পারে না। কেহই
মনে করে না, কাহারও এমন জ্ঞান কি বুদ্ধি নাই যে বলিবে, আমি ইহার এক অংশ
আগুনে পোড়াইয়াছি, আবার ইহার তপ্ত অঙ্গারে রুটি পাক করিয়াছি, আমি শূল্যমাংস
প্রস্তুত করিয়া ভোজন করিয়াছি, তবে ইহার অবশিষ্ট অংশ দ্বারা কি ঘৃণার্হ
বস্তু নির্মাণ করিব? কাষ্ঠখণ্ডের কাছে কি দণ্ডবৎ হইব?”
যিশাইয় ৪৫:২০ পদ
“হে
জাতিগণের মধ্য হইতে উত্তীর্ণ লোক সকল, তোমরা একত্র হইয়া আইস, একসঙ্গে
নিকটে আইস, তাহার কিছুই জানে না, যাহারা আপনাদের প্রতিমার কাষ্ঠ বহিয়া
বেড়ায়, যাহারা এমন দেবতার কাছে প্রার্থনা করে, যে পরিত্রাণ করিতে পারে না”
যিশাইয় ৬৫:১১ পদ
“কিন্তু
তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্বত ভুলিয়া যাইতেছ,
ভাগ্য (দেবের) জন্য মেজ সাজাইয়া থাক, এবং নিরূপণী (দেবীর) উদ্দেশে মিশ্র
সুরা পূর্ণ করিয়া থাক”
যিরমিয় পুস্তকের ২:২৭-২৮ পদ
“বস্তুতঃ
তাহারা কাষ্ঠকে বলে, তুমি আমার পিতা; শিলাকে বলে, তুমি আমার জননী; তাহারা
আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়; কিন্তু বিপৎকালে তাহারা বলিবে, ‘তুমি
উঠ, আমাদিগকে নিস্তার কর’। কিন্তু তুমি আমার জন্য যাহাদিগকে নির্মাণ
করিয়াছ, তোমার সেই দেবতারা কোথায়? তাহারাই উঠুক, যদি বিপদকালে তোমাকে
নিস্তার করিতে পারে; কেননা যে যিহূদী, তোমার যত নগর, তত দেবতা”
হোশেয় ৮:৬ পদ
“কেননা ইস্রায়েল হইতেই ঐ বৎস হইয়াছে; শিল্পকার তাহা গড়িয়াছে, তাহা ঈশ্বর নয়; বাস্তবিক শমরিয়ার বৎস খণ্ডবিখণ্ড হইবে”
আমোষ ৫:২১ পদ
“আমি তোমাদের উৎসব সকল ঘৃণা করি, অগ্রাহ্য করি, আমি তোমাদের পর্বদিনের আঘ্রাণ লইব না”
যোনা ২:৮ পদ
“যাহারা অলীক নিঃসার বস্তু মানে, তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে:”
মীখা ৫:১৩-১৪ পদ
“এবং
আমি তোমার মধ্য হইতে তোমার ক্ষোদিত প্রতিমা ও তোমার স্তম্ভ সকল উচ্ছিন্ন
করিব; তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না। আর আমি তোমার
মধ্য হইতে তোমার আশেরা-মূর্তি সকল উৎপাটন করিব, ও তোমার নগর সকল বিনষ্ট
করিব।”
হবককূক ২:১৮-২০ পদ
“ক্ষোদিত
প্রতিমায় উপকার কি যে, তাহার নির্মাতা তাহা ক্ষোদন কর? ছাঁচে ঢালা
প্রতিমার ও মিথ্যার শিক্ষকেই বা (উপকার কি) যে, আপনার নির্মিত বস্তুর
নির্মাতা তাহাতে বিশ্বাস করিয়া অবাক্ অবস্তু নির্মাণ করে? ধিক্ তাহাকে, যে
কাষ্ঠকে বলে, তুমি জাগ, অবাক্ প্রস্তুরকে বলে, তুমি উঠ। সে কি শিক্ষা দিবে?
দেখ, সে সুবর্ণ ও রৌপ্য মণ্ডিত, তাহার অন্তরে শ্বাসবায়ুর লেশও নাই। কিন্তু
সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন; সমস্ত পৃথিবী তাঁহার সম্মুখে নীরব
থাকে।”
সফনিয় ২:১১ পদ
“সদাপ্রভু
উহাদের প্রতি ভয়ঙ্কর হইবেন, কারণ তিনি পৃথিবীস্থ সমস্ত দেবতাকে ক্ষীণ
করিবেন, এবং মনুষ্যেরা সকলে আপন আপন স্থান হইতে তাঁহার কাছে প্রণিপাত
করিবে, জাতিগণের উপকূলসমূহ করিবে”
লূক ৪:৭-৮ পদ
“অতএব
তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম কর, তবে এই সকলই তোমার হইবে। যীশু
উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে,
কেবল তাঁহারই আরাধনা করিবে।”
১ করিন্থীয় ১০:১৪ পদ
“অতএব, হে আমার প্রিয়েরা, প্রতিমাপূজা হইতে পলায়ন কর।
গালাতীয় ৫:১৯-২১ পদ
“আর
মাংসের কার্য সকল প্রকাশ আছে; সেইগুলি এই - বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিতা,
প্রতিমাপূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা,
বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ। এই
সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা
এই প্রকার আচরণ করে, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।”
১ যোহন ৫:২১ পদ
“বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা কর।”
প্রকাশিত বাক্য ২২:১৫ পদ
“বাহিরে রহিয়াছে কুকুরগণ, মায়াবিগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমাপূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভালবাসে ও রচনা করে”
রোমীয় ২:২৪ পদ
“কেননা যেমন লিখিত আছে, সেইরূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হইয়াছে।”
যোহন ৪:২৪ পদ
“ঈশ্বর আত্মা; আর যাহারা তাঁহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে।”
এখানে বাইবেলের ওল্ড এবং নিউ দুই গ্রন্থ থেকেই রেফারেন্স উল্লেখ করে দেওয়া হয়েছে । অনুবাদক ভেদে সামান্য তফাৎ দেখা গেলেও মূল বক্তব্য হুবহু এক রকম ।
বাইবেল
বা খ্রিস্টানদের মতামত - সিদ্ধান্ত নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই ।
কিন্তু বাইবেলের তত্ত্ব দিয়ে যদি তারা আমাদের মধ্যে ধর্মান্তরের লক্ষ্য
প্রচার করতে আসে এবং আমাদের কোন নামধারী সনাতনী বা সংগঠন যদি এদের প্রতি
আগ্রহ দেখায় ও চাটুকারিতা করে তবে আমরা কখনোই তা মেনে নেবো না ।
