সায়্যিদী আ'লা হযরত ইমাম আহ্মাদ রাযা খান رحمة الله عليه লিখেন,
❝ যদি কোনো জঙ্গলে একটি কুকুর আর একজন কাফিরকে এই অবস্থায় পাওয়া যায়, যে উভয়েই পিপাসায় মৃত্যুপথযাত্রী এবং (প্রত্যক্ষদর্শী মুসলমানের কাছে) কেবল এতোটুকু পানি থাকে যা দিয়ে কুকুর এবং কাফিরের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব।
তখন করনীয় হলো, কুকুরটিকে সে পানি পান করিয়ে দেওয়া এবং কাফিরকে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া। ❞