১। অর্জুন স্নান করে নারী হয়ে যায়। তখন তার আর পূর্বস্মৃতি মনে থাকে না। সে কৃষ্ণকে দেখে কামভাবে বিমোহিত হয়ে বনে বিহার করতে থাকে। [পদ্মপুরাণ পাতালখণ্ড অধ্যায় ৪৩, ইংরেজিতে অধ্যায় ৭৪]
২। নারদ অমৃতসরোবরে স্নান করে মেয়ে হয়ে যায়। কৃষ্ণ তাকে দেখে আনন্দিত হন এবং তার সাথে এক বছর যৌনসমাগম করেন। [পদ্মপুরাণ পাতালখণ্ড অধ্যায় ৪৪, ইংরেজিতে অধ্যায় ৭৫]
৩। নারদ স্নান করে মেয়েতে রূপান্তরিত হয়। রাজা তালধ্বজ তাকে দেখে কামার্ত হয়ে বিয়ের প্রস্তাব দেন। নারদ রাজি হয়ে তাকে বিয়ে করে এবং দিনরাত কামাসক্ত হয়ে যৌনসমাগমে মগ্ন থাকতেন। [দেবীভাগবত পুরাণ স্কন্ধ ৬, অধ্যায় ২৮-২৯]
৪। একদিন ঋষিরা মহাদেবের সাথে দেখা করতে সুকুমার বনে যান, তখন পার্বতী বস্ত্রহীন ছিলেন, ঋষিদের থেকে শিবের কোল থেকে উঠে যান। শিব পার্বতীকে খুশি করার জন্য বলেন এই বনে যে প্রবেশ করবে সে নারী হয়ে যাবে। রাজা সুদ্যুম্ন না জেনে বনে ঢুকে এভাবে নারীতে পরিণত হন, তাকে দেখে চন্দ্রপুত্র বুধ পত্নী করতে চান, সুদ্যুম্নও তাকে পতি হিসেবে পেতে চান। তাদের বিয়ে হয় আর সুদ্যুম্ন ও বুধের পুরুরবা নামে এক ছেলে জন্ম নেয়। শিবের বরে সুদ্যুম্ন একমাস ছেলে ও একমাস মেয়ে হয়ে থাকতো। [ শ্রীমদ্ভাগবত ৯।১।২৯-৩৯, বায়ু পুরাণ ৮৫।২৪-২৮ বা ২।২৩।১৫-১৭]
তাই সমকামী পুরাণকে ত্যাগ করুন, প্রকৃত সনাতনী হোন ।



