নারী জন্ম থেকেই অবিশ্বস্ত - গৌতম বুদ্ধ
ত্রিপিটকের খুদ্দকনিকায়ের জাতক কথার অন্তর্গত অন্ধভূত জাতকে এই নীতি রয়েছে। গৌতমবুদ্ধ বলছেন, নারীদের সামলে রাখা যায় না। পূর্বকালে পণ্ডিতরা নারীদের গর্ভে থাকা অবস্থাতেও সামলে রাখতে পারতেন না (!)। এরপর বোধিসত্ত্বের দ্বারা এক নারীর সতীত্ব ভঙ্গ করানোর পর বোধিসত্ত্ব সেই নারীর স্বামীকে বলেন, 'নারীদের স্বভাবই হলো পাপ করা। যখনই তারা সুযোগ পায় তখনই পাপকর্ম করে। ধর্মে তাদের কোনো মতি নেই।'
সূত্র: ত্রিপিটক > খুদ্দকনিকায় > জাতক কথা > ৬২. অন্ধভূত-জাতক
Tags
বৌদ্ধমত
