শাঙ্করভাষ্যে বেদ পাঠ-শ্রবণে-ধারণে শূদ্রের শাস্তি

শাঙ্করভাষ্যে বেদ পাঠ-শ্রবণে-ধারণে শূদ্রের শাস্তি 

আদ্য শঙ্করাচার্য ব্রহ্মসূত্র [১.৩.৩৮] ভাষ্যে, বেদবিরুদ্ধ প্রমাণাদি অবলম্বন করে লিখেছেন, শূদ্রের জন্য বেদ শোনা, পড়া ও তার অর্থ জানা নিষিদ্ধ।

আর যদি এর ব্যত্যয় ঘটে তবে - ১. শূদ্র বেদপাঠ শুনলে কানে সীসা ঢেলে দিতে হবে ২. শূদ্র বেদমন্ত্র উচ্চারণ করলে জিহ্বা কেটে দিতে হবে ৩. শূদ্র অভ্যাসের মাধ্যমে আয়ত্ত অর্থাৎ ধারণ করলে কুঠার দিয়ে শরীর টুকরো করে ফেলতে হবে।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম