শ্রীমদ্ভাগবত অনুযায়ী মানুষের গর্ভেই সর্বপ্রথম পাখি-পঙ্গপালের জন্ম হয়েছে
শ্রীমদ্ভাগবত ৬।৬।২১ অনুযায়ী, তার্ক্ষ্য নামক কশ্যপের ৪জন স্ত্রী। বিনতা, কদ্রু, পতঙ্গী ক যামিনী। এরমধ্যে পতঙ্গী নামের স্ত্রী সকল পাখি এবং যামিনী নামের স্ত্রী সকল পঙ্গপাল জন্ম প্রদান করেন। পঙ্গপাল অর্থাৎ Locust যেমন ফড়িং।
মানবীয় গর্ভে পাখি ও পঙ্গপালের উৎপত্তি সৃষ্টিক্রমের কতটা অনুকূল ও বাস্তবসম্মত সুধীজনের বিবেচ্য।
Tags
শ্রীমদ্ভাগবত
