পুরাণে ৭ সমুদ্র ও তাদের উৎপত্তির গল্প
ব্রহ্মবৈবর্ত প্রকৃতিখণ্ড ১১।৪৯-৫০: বিরজাকে আলিঙ্গন করে শ্রীকৃষ্ণ তার গর্ভে বীর্যাধান করেন। এভাবে ৭ সমুদ্রের সৃষ্টি হয় ।
১৮ পুরাণ একই বেদব্যাস দ্বারা রচিত হলে এমন পরস্পরবিরোধী এবং বিজ্ঞানবিরোধী বর্ণনা কতটা গ্রহণযোগ্য সুধীগণ বিবেচনা করবেন।
