অনুকুল ঠাকুরের দৃষ্টিতে মুসলিমদের হাদিস = সনাতনধর্মের শাস্ত্র

  

অনুকুল ঠাকুরের দৃষ্টিতে মুসলিমদের হাদিস = সনাতনধর্মের শাস্ত্র 

লাহোর থেকে একখানি হাদিস এসেছে ডাকে। শ্রী অনুকূল ঠাকুরকে সে কথা জানাতে তিনি চকিতে উঠে বসে সসম্ভ্রমে হাদিসখানি দুই হাতে গ্রহণ করে কপালে ঠেকালেন।

পরে চশমা চোখে পরে হাদিসখানি পড়তে লাগলেন। পড়তে-পড়তে উল্লাসভরে বলে উঠলেন- সব জায়গায়ই এক কথা, শুধু দেশ-কাল-পাত্রভেদে রকমারি করে বলা। মনে হয় যেন সব-কিছু আমাদের শাস্ত্রগ্রন্থাদির প্রতিচ্ছবি। 

সূত্র: আলোচনা প্রসঙ্গে [১২তম খণ্ড] - ৯.৭.১৯৪৮, পৃষ্ঠা ১৫২



 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম