শিবের পরস্ত্রী হরণ ও পার্বতীর পরস্ত্রী পীড়ন
পদ্মপুরাণ [১।৫৬।১-১০] অনুযায়ী, একসময় শিব গন্ধর্ব, কিন্নর ও মানুষের সুন্দরী যুবতী স্ত্রী দেখে মন্ত্রবলে আকাশে নিয়ে একটি কুটীর তৈরি করে আলিঙ্গন, লুটোপুটি, চুম্বন করে সঙ্গম করতে থাকেন। পার্বতী ধ্যানযোগে এটি দেখতে পেয়ে রেগে ক্ষেমঙ্করী রূপ ধারণ করে সেই নারীদের চুল টেনে মারেন, মাটিতে ফেলে দেন, অভিশাপ দিয়ে চেহারা বিকৃত ও দেহ পুড়িয়ে ফেলে ম্লেচ্ছদের স্ত্রী বানান।
Tags
পদ্ম
