শিবদূতীকে শিবের অণ্ডকোষ খাওয়ানো
পদ্মপুরাণ [১।৩১।১২৫-১২৮] অনুযায়ী, কুমারের চূড়াকর্মে শিব সকল দেব, গন্ধর্ব, অপ্সরাকে নিমন্ত্রণ আহার করানোর পর, শিবদূতী এসে অপূর্ব আহার প্রার্থনা করে। তখন সব প্রস্তুত করা আহার শেষ হয়ে যাওয়ায় এবং প্রার্থনা অনুযায়ী, শিব নিজের নাভির নিচে থাকা ঝুলন্ত গোলাকার অণ্ডকোষ ২টি খেতে বলেন। শিবদূতীরা সেই 'মহাপ্রসাদ' পেয়ে তৃপ্ত হন।
Tags
পদ্ম
