শ্রীমদ্ভাগবত অনুযায়ী মানুষের গর্ভেই সর্বপ্রথম পশু-পাখির জন্ম হয়েছে

শ্রীমদ্ভাগবত অনুযায়ী মানুষের গর্ভেই সর্বপ্রথম পশু-পাখির জন্ম হয়েছে
 
শ্রীমদ্ভাগবত ৬।৬।২৪-২৬ অনুযায়ী, কশ্যপের স্ত্রীদের গর্ভে জগতের সকল প্রাণীর জন্ম হয়েছে। তার ১৩জন স্ত্রীর নাম বর্ণনা করা হয়েছে। কশ্যপের স্ত্রী তিমির গর্ভে সকল জলচর প্রাণী, সরমার গর্ভে বাঘ-সিংহ ইত্যাদি হিংস্র পশু, সুরভির গর্ভে গোরু-মহিষ দ্বিখুর জন্তু, তাম্রার গর্ভে ঈগল-বাজ নানা পাখির জন্ম হয়।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম