লক্ষ্মীকে বিষ্ণুর অভিশাপ- "ঘোড়ী হয়ে যাও" ভগবান শিবের বরে হলো শাপমুক্তি
একদা দেবী লক্ষ্মী সূর্যের পুত্র রেবন্ত নামক ঘোড়ার দিকে তাকিয়ে থেকে ভগবান বিষ্ণুর ডাক উপেক্ষা করেন। এতে রেগে গিয়ে বিষ্ণু তাকে ঘোড়ী হয়ে পৃথিবীতে জন্মানোর অভিশাপ দিয়ে ত্যাগ করেন এবং নিজে বৈকুন্ঠে আরাম করতে থাকেন। বলেন একটি পুত্রের জন্ম দিলে লক্ষ্মীর শাপমুক্তি হবে। যেহেতু শিব ও বিষ্ণুতে অভেদ তাই শাপগ্রস্থ লক্ষ্মী সন্তান প্রাপ্তির জন্য শিবের তপস্যা করে তাঁকে সন্তুষ্ট করেন। এবং ভোলানাথের বর ও ব্যবস্থাপনায় বিষ্ণু ঘোড়া হয়ে এসে ঘোড়ী লক্ষ্মীর সাথে সঙ্গম করে একবীর নামক এক পুত্রের জন্ম দিয়ে লক্ষ্মীর শাপমোচন করেন।
সূত্র- শ্রী শ্রী দেবীভাগবত পুরাণ / স্কন্ধ- ৬/ অধ্যায়-১৭ এর শ্লোক-৫১ থেকে অধ্যায়-২০ পর্যন্ত।
Tags
দেবীভাগবত
