ব্রহ্মপুত্র নদের সৃষ্টি কীভাবে হলো ?
শান্তনু মুনির স্ত্রী অমোঘাকে দেখে চতুর্মুখ ব্রহ্মা যৌনকামনায় সম্ভোগের জন্য ধরতে যান৷ তখন অমোঘা ঘরে ঢুকে যায় আর তার অভিশাপের ভয়ে ব্রহ্মা ফিরে আসেন। কিন্তু তার বীর্যপাত হয় আশ্রমেই। শান্তনু এসব জ্ঞানবলে জেনে পত্নীর অনুরোধে সেই বীর্য পান করেন এবং তার বীর্যে অমোঘার গর্ভে জলরাশিরূপে ব্রহ্মপুত্র নদের জন্ম হয়। অন্য বর্ণনা মতে অমোঘা নিজেই ব্রহ্মার বীর্য পান করে গর্ভবতী হন ও গর্ভের তেজ সহ্য করতে না পেরে জলরাশি ব্রহ্মপুত্রের জন্ম দেন।
সূত্র: কালিকা পুরাণ ৮২.১-৩৫, পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড অধ্যায় ৫৫
Tags
কালিকা
