১২-১৪ বছর থেকে সিগারেট-তামাক খাওয়া শুরু করেন অনুকূল ঠাকুর
প্রফুল্ল দাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, কত বছর বয়সে প্রথন তামাক-বিড়ি খাওয়া শুরু করেন জানতে চান। অনুকূল ঠাকুর বলেন, ১২-১৪ বছরে। সিগারেট দিয়ে শুরু করে শেষে তামাক। এমনকি পায়খানায় যাওয়ার কথা বলেও বাইরে তামাক খেতেন।
সূত্র: আলোচনা প্রসঙ্গে, খণ্ড ২১, পৃষ্ঠা ১১১, দিনাঙ্ক ৪.৭.১৯৫২ খ্রিষ্টাব্দ
Tags
সৎসঙ্গ
