বানর যখন বোধিসত্ত্বের কানে লিঙ্গ ঢুকাতো
ত্রিপিটক অনুযায়ী, ব্রহ্মদত্তে রাজত্বকালে বোধিসত্ত্ব কাশীতে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। যখন তিনি তার পর্ণকুটিরে বসে থাকতেন তখন এক কামাচারী দুষ্ট বানর এসে বোধিসত্ত্বের কানের ছিদ্রে নিজের জননেন্দ্রিয় তথা পুরুষাঙ্গ (শিশ্ন) ঢুকিয়ে বীর্যপাত করতো (রেতঃপাতয়িতুমারেভে)। কিন্তু বোধিসত্ত্ব তাকে আটকাতেন না, উপেক্ষা করে বসে থাকতেন।
সূত্র: ত্রিপিটক > খুদ্দকনিকায় > জাতক > ৩য় খণ্ড > ২৭৩. কচ্ছপ-জাতক
Tags
বৌদ্ধমত
