বুদ্ধত্ব লাভেও লিঙ্গবৈষম্য করলেন গৌতম বুদ্ধ

 

বুদ্ধত্ব লাভেও লিঙ্গবৈষম্য করলেন গৌতম বুদ্ধ 
 
গৌতম বুদ্ধ বলেছেন, একজন নারী অর্হৎ সম্যক সম্বুদ্ধ হবে এটি অসম্ভব। কিন্তু একজন পুরুষ অর্হৎ সম্যক সম্বুদ্ধ হবেন এটি সম্ভব। চার অসংখ্যেয় লক্ষকল্প অধিক সময় ধরে তিন স্তরে দশ পারমী, দশ- উপপারমী ও দশ পরমার্থ পারমী পূর্ণ করে মার সৈন্যকে পরাভূত করে আসক্তি মুক্ত হয়ে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেন, তাঁকে বলা হয় সম্যক সম্বুদ্ধ । তিনি নিজে মুক্ত হয়ে অপরকে মুক্তিপথ দেখান বলে তাঁকে বলা হয় সর্বজ্ঞ বুদ্ধ। এভাবে গৌতম বুদ্ধের শিক্ষার নারীর প্রতি দৃষ্টিভঙ্গিগত বৈষম্য দেখা যায়।
 
সূত্র: ত্রিপিটক > সূত্রপিটক > অঙ্গুত্তরনিকায় > ১.১৫.১২ [১.১৫.২.২]

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম