পৌরাণিক দেবীদের অপ্রাকৃত ঝগড়া (একে অপরকে অভিশাপ দেওয়ার লীলা)
সরস্বতী লক্ষ্মীকে শাপ দিলেন লক্ষী তুলসীগাছ হয়ে পৃথিবীতে জন্ম নিতে এবং লক্ষ্মী সরস্বতীকে শাপ দেন পৃথিবীতে নদী হতে। (সূত্র: দেবীভাগবত ৯/৬/৩২) সরস্বতীকে দেবী গঙ্গাও অভিশাপ দিয়েছেন নদী হয়ে পৃথিবীতে প্রবাহিত হতে। (সূত্র: দেবীভাগবত- ৯/৬/৩৯); তিনি সরস্বতী নদী হয়ে প্রবাহিত হলেন। সরস্বতীও দেবী গঙ্গাকে অভিশাপ দেন যে গঙ্গাও পৃথিবীতে নদীরূপে প্রবাহিত হয়ে পাপীদের পাপ বহন করবেন। (সূত্র: দেবীভাগবত ৯/৬/৪১)
Tags
দেবীভাগবত
