বৌদ্ধ বিহারে যখন মা-ছেলে যৌনমিলন করতো

বৌদ্ধ বিহারে যখন মা-ছেলে যৌনমিলন করতো 
 
গৌতম বুদ্ধের বিহারে দুর্ঘটনা না ঘটে নিয়ম আসতো না। পাশাপাশি নিয়ম হতো একপেশী ও নারী বিদ্বেষী। গৌতম শ্রাবস্তীতে জেতবন বিহারে থাকাকালীন সময়ে, এক মা ও তার এক ছেলে বর্ষাবাসের সময় ভিক্ষুণী-ভিক্ষু হয়। কিন্তু তারা একে অন্যকে না দেখে থাকতে পারতো না। মেলামেশায় তাদের আসক্তি বাড়ে, বিশ্বাস বাড়ে ও পরে মৈথুনের জন্য চিত্তবিকার হয়। এরপর তারা ধর্মশিক্ষাকে উপেক্ষা করে কোনো রকম রাখঢাক ছাড়াই যৌনমিলন করতে থাকে। যদিও এখানেও গৌতমবুদ্ধ পরিশেষে নারীদেরই দোষ বলে বিবৃতি প্রদান করেন। 
 
সূত্র: ত্রিপিটক > সূত্রপিটক > অঙ্গুত্তরনিকায় > পঞ্চক নিপাত > ২. দ্বিতীয় পঞ্চাশক > ১. নীবরণ বর্গ> ৫. মাতা-পুত্র সূত্র [৫.৬.৫]

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম