হিন্দুরা কি নবী মুহম্মদকে গ্রহণ করতে পারতো ?

হিন্দুরা কি নবী মুহম্মদকে গ্রহণ করতে পারতো ? 
 
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, রসূল নবী মুহম্মদ যে সময়ে এসেছিলেন হিন্দুরা তখন থাকলে তারাও গ্রহণ করতে পারতো। আরো বলেছেন, নবীর মধ্যে পঞ্চবর্হি (একশ্বেরবাদ ও ঋষি আনুগত্যাদি) সপ্তার্চ্চির তাৎপর্যও খুঁজে পাওয়া যায়। 
 
সূত্র: আলোচনা প্রসঙ্গে, ১৭শ খণ্ড, পৃষ্ঠা ২৭৩

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম