ম্যাক্স মুলারই সায়ণের পুনর্জন্ম - বিবেকানন্দ

❎ ম্যাক্স মুলারই সায়ণের পুনর্জন্ম - বিবেকানন্দ
 
মনে হল কি জানিস—সায়নই নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমূলার-রূপে পুনরায় জন্মেছেন। আমার অনেক দিন হতেই ঐ ধারণা। ম্যাক্সমূলারকে দেখে সে ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেছে। এমন অধ্যবসায়ী, এমন বেদবেদান্তসিদ্ধ পণ্ডিত এ দেশে দেখা যায় না! 
 
বাণী ও রচনা ৯ম খণ্ড, স্বামী শিষ্য সংবাদ, পেইজ ২০

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম