বৌদ্ধমতে সূর্য বা চন্দ্রগ্রহণ কেন ও কীভাবে হয় ?

 বৌদ্ধমতে সূর্য বা চন্দ্রগ্রহণ কেন ও কীভাবে হয় ? 

দেবপুত্র অসুরেন্দ্র রাহু যখন সূর্য/চাঁদকে ধরে ফেলে তখন সূর্য/চাঁদ বুদ্ধকে স্মরণ করে। তখন বুদ্ধ রাহুকে বলেন, সূর্য/চন্দ্র তথাগতের শরণাগত, তাই ছেড়ে দাও। রাহু ভীতভাবে সূর্য/চন্দ্রকে ছেড়ে দেয়; আরেক অসুরেন্দ্র বেপচিত্তি কারণ জিজ্ঞাসা করলে রাহু বলে, বুদ্ধের আজ্ঞায় আমি ছেড়ে দিয়েছি। নাহলে আমার মাথা ৭ ভাগ হয়ে যেত, আর আমি জীবনে কখনো সুখ পেতাম না। 

 সূত্র: ত্রিপিটক > সূত্রপিটক > সংযুক্তনিকায় > ১. সগাথাবর্গ > ২. দেবপুত্র(দেবপুত্ত)-সংযুক্ত >১.৯-১০ চন্দ্র-সূর্যসূত্র (চন্দিম-সুরিয়া সুত্ত)

 


 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম