মন্দিরে অন্ত্যজদের প্রবেশে অধিকার নেই - করপাত্রী মহারাজ
byসত্যান্বেষী-
মন্দিরে অন্ত্যজদের প্রবেশে অধিকার নেই - করপাত্রী মহারাজ
অদ্বৈতবাদী করপাত্রী মহারাজ অন্ত্যজদের (তথাকথিত চণ্ডাল, মুচি, দলিত) মন্দিরে প্রবেশ অধিকারের বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছেন, 'সকল মানুষ এক সমান' এই কথা বলে যারা মন্দিরে জাতপাত তুলে অন্ত্যজকে প্রবেশ করতে তারা মন্দিরের মর্যাদা ভঙ্গ করে এবং শাস্ত্র-ধর্মদ্রোহী।