৯ই নভেম্বর, ১৯৭৫
সালে শিষ্য ধনঞ্জয়কে লেখা চিঠিতে তিনি বলেন, 'আমি লক্ষ্য করেছি, তোমার
স্ত্রী এবং বিশালিনী দুজনেই কন্যাসন্তার জন্ম দিয়েছে। এটাই তো ত্রুটি। আমি
চেয়েছিলাম পুত্রসন্তান, কিন্তু তোমার সে শক্তি নেই। বিশালিনীর গর্ভ থেকে
আমার প্রত্যাশা ছিল—এটি পুত্রসন্তান হবে।' যদিও তারপর 'যাইহোক' বলে নামকরণ
করে আবার খেদোক্তি করেন, 'আমার অধিকাংশ বিবাহিত শিষ্যরা কেন কন্যাসন্তানই
জন্ম দেয়?'
Tags
ইসক্ন
