গোরক্ষক নামে লুকায়িত গোহত্যাকারী করপাত্রী

গোরক্ষক নামে লুকায়িত গোহত্যাকারী করপাত্রী
অদ্বৈতবাদী করপাত্রী মহারাজ সনাতন সমাজকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ্যে গোরক্ষা আন্দোলন, কতিপয় স্থলে গোবধের ব্যাখ্যার বিরোধ করলেও যজ্ঞে ঠিকই গোবধ মেনেছেন । অনেকাংশেই তার গো কেবল গাভীর মধ্যেই সীমাবদ্ধ । যেমন যজুর্বেদে অশ্বিনীকুমারদ্বয়ের জন্য ছাগের, সরস্বতীর জন্য মেষের আর ইন্দ্রের জন্য বৃষভ অর্থাৎ ষাঁড়ের মেদ = চর্বির আহুতির উল্লেখ করেছে।
সূত্র: বাজসনেয়-মাধ্যন্দিন শুক্লযজুর্বেদ-সংহিতা, করপাত্র ভাষ্য, ২১।৪০

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম