গোরক্ষক নামে লুকায়িত গোহত্যাকারী করপাত্রী
অদ্বৈতবাদী করপাত্রী মহারাজ সনাতন সমাজকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ্যে গোরক্ষা আন্দোলন, কতিপয় স্থলে গোবধের ব্যাখ্যার বিরোধ করলেও যজ্ঞে ঠিকই গোবধ মেনেছেন । অনেকাংশেই তার গো কেবল গাভীর মধ্যেই সীমাবদ্ধ । যেমন যজুর্বেদে অশ্বিনীকুমারদ্বয়ের জন্য ছাগের, সরস্বতীর জন্য মেষের আর ইন্দ্রের জন্য বৃষভ অর্থাৎ ষাঁড়ের মেদ = চর্বির আহুতির উল্লেখ করেছে।
সূত্র: বাজসনেয়-মাধ্যন্দিন শুক্লযজুর্বেদ-সংহিতা, করপাত্র ভাষ্য, ২১।৪০
Tags
শঙ্করাদ্বৈত-স্মার্ত
