প্রসঙ্গত, খিলাফত আন্দোলন হল প্রথম বিশ্বযুদ্ধে বৃটিশদের হাতে অটোমান খিলাফতের পতন হবার পর ভারতীয় মুসলিমদের করা একটি আন্দোলন যার উদ্দেশ্য ছিল খিলাফত না ভাঙতে দেয়া।
আর এই আন্দোলনে ভারতী তীর্থ নিজেও জেলে গেছিল।
খিলাফত আন্দোলনের সময়েই এই আন্দোলনের একটা অংশ কেরালার মালাবার অঞ্চলে মোপালা আন্দোলনের নামে হিন্দু নিধনে মেতেছিল।
আর পুরীর শঙ্কর সেখানে খিলাফত আন্দোলনে যেতে হিন্দুদের উৎসাহিত করছিলেন
Tags
শঙ্করাদ্বৈত-স্মার্ত
