সমগ্র নারীজাতিকে নিচু করতে নিজের মাকেও চরিত্রহীন বললেন গৌতম বুদ্ধ

সমগ্র নারীজাতিকে নিচু করতে নিজের মাকেও চরিত্রহীন বললেন গৌতম বুদ্ধ
 
ত্রিপিটক অনুযায়ী, গৌতম বুদ্ধ পুরাকালে গান্ধার রাজ্যে তক্ষশিলায় ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলেন। তখন এক বালক নারীর চরিত্র জানতে তক্ষশিলায় এলে গৌতম বুদ্ধ তথা বোধিসত্ত্বের বৃদ্ধ মায়ের সেবা করতে বলে তাকে। বালকটির প্রতি কামনা এলে বোধিসত্ত্বের মা বলে, তাকে পেতে হলে বোধিসত্ত্বকে মেরে ফেলতে হবে। কিন্তু বালকের সততাতে খুন করার সময় মা ধরা পড়ে যায় ও লজ্জায় প্রাণত্যাগ করে। তখন বোধিসত্ত্ব নিজের মায়ের এই উদাহরণ দেখিয়ে বলেন নারী মাত্রেই অসতী, হেয়া ও দুশ্চরিত্রা। 
 
সূত্র: ত্রিপিটক > সুত্তপিটক > খুদ্দকনিকায় > জাতককথা (১) > ৬১. অশাতমন্ত্র-জাতক

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম