বেদের নাম দিয়ে মিথ্যা ব্রাহ্মণ মাহাত্ম্য
ব্রহ্মবৈবর্ত পুরাণ [শ্রীকৃষ্ণজন্মখণ্ড ২১.৬৯-৭০] অনুযায়ী, কোনো পাপীকে যদি ব্রাহ্মণ স্পর্শ করে বা দেখে তবে সেই পাপী পাপমুক্ত হয়ে যায়। ব্রাহ্মণ জ্ঞানী হোক বা মূর্খ ব্রাহ্মণ মাত্রেই বিষ্ণুরূপী।
কিন্তু গীতা [৫.১৫] অনুযায়ী স্বয়ং ব্রহ্ম কারো পাপপুণ্য গ্রহণ করেন না
এবং অথর্ববেদ [৫.১৪.৪,১১-১৩; ৪.১৯.৬] অনুযায়ী কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, পাপীকে তো নিঃসন্দেহে। অতএব পুরাণোক্ত এই ব্রাহ্মণ মাহাত্ম্য বেদবিরোধী ও সর্বৈব মিথ্যা।
Tags
ব্রহ্মবৈবর্ত




