মুসলিম - খ্রিস্টানরা অত্যাচার করলেও তাঁদের জন্য গির্জা ও মসজিদ বানাতে হবে - স্বামী বিবেকানন্দ

✅ মুসলিম - খ্রিস্টানরা অত্যাচার করলেও তাঁদের জন্য গির্জা ও মসজিদ বানাতে হবে - স্বামী বিবেকানন্দ
 
এই ভারতেই কেবল হিন্দুরা খ্রীষ্টানদের জন্য চার্চ ও মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করিয়াছে এবং এখনও করিতেছে। এইরূপই করিতে হইবে। তাহারা আমাদিগকে যতই ঘৃণা করুক, তাহারা যতই পাশব ভাব প্রকাশ করুক, তাহারা যতই নিষ্ঠুর হউক ও অত্যাচার করুক—তাহারা সচরাচর যেমন করিয়া থাকে, সেইরূপ আমাদের প্রতি যতই কুৎসিত ভাষার প্রয়োগ করুক, আমরা ঐ খ্রীষ্টানদের জন্য গির্জা ও মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করিতে বিরত হইব না, যতদিন পর্যন্ত না প্রেমবলে উহাদিগকে জয় করিতে পারি; যতদিন পর্যন্ত না আমরা জগতের সমক্ষে প্রমাণ করিতে পারি যে, ঘৃণা ও বিদ্বেষপরায়ণ জাতি কখনও দীর্ঘ জীবন লাভ করিতে পারে না—ভালবাসার বলেই জাতীয় জীবন স্থায়ী হইতে পারে, কেবল পশুত্ব ও শারীরিক শক্তি কখনও জয়লাভ করিতে পারে না, শান্ত স্বভাবই জীবন-সংগ্রামে জয়ী হয়, সফল হয়।
স্বামী বিবেকানন্দ রচনাবলী » ০৫ম খণ্ড » ০১. ভারতে বিবেকানন্দ » ০৯. কুম্ভকোণম্ বক্তৃতা

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম