তন্ত্রের উন্মত্ত যৌনতা - আগমতত্ত্ববিলাসের আলোকে

✅ তন্ত্রের উন্মত্ত যৌনতা
আগমতত্ত্ব বিলাসের ২য় পরিচ্ছেদের দূতীযাগে শ্লোকে -
১২ - নটী, কাপালিকী, বেশ্যা, রজকী, নাপিতানি, ব্রাহ্মণী, শূদ্র কন্যা, গোপাল কন্যা, মালাকার কন্যা কুলনায়িকা
৩৬ - জপ করতে করতে যোনীতে লিঙ্গ প্রবেশ
৩৮ - লিঙ্গ প্রবেশ করানোর সময় জপের মন্ত্র
৪১ - শীৎকারই হলো মন্ত্র জপ
৪২ - আলিঙ্গন, চুম্বন, নখ দাঁত দিয়ে ক্ষত করা, বীর্যপাত যথাক্রমে কস্তূরী , কর্পূর, পুষ্প, বিসর্জন । 
 
আধ্যাত্মিক ব্যাখ্যার আড়ালে তন্ত্রের একটা অপ্রিয় সত্য আড়াল করা হয় । ত্রিভাবের মধ্যে দিব্যভাবের ব্যাখ্যা দিয়ে শাক্ত তান্ত্রিকরা তন্ত্রের নামে পশুবলি বা মদ্যপান চালু রাখে । তাদের মতে এটা নাকি প্রবৃত্তির মাধ্যমে নিবৃত্তি । তাই যদি হয় তাহলে এতোদিনে তো সব নিবৃত্তি হওয়ার কথা । আর মানব শিশু জন্মের পরই কি মদ্যপান করা শুরু করে ? মৈথুনে কেন ভিন্ন স্ত্রী [ কিছু আবার মহানির্বাণ দেখাবে যে কলিতে নিজের স্ত্রীতে মৈথুন বৈধ । একে তো মহানির্বাণ এই ক্রান্তার না তাতে আবার কলিতে অবৈধ হলে অন্য যুগে কি বৈধ? ]
 
আগমরতত্ত্ববিলাস - ৬৪৫-৬৫২ পৃষ্ঠা
 




 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম