লিঙ্গ পুরাণ পুর্বভাগের ৯৬ অধ্যায় শ্লোক ১১৪-১১৫ মতে, নৃসিংহদেবকে শিব শরভরূপে পরাজিত
করেন এবং বিষ্ণুর অবতার নৃসিংহের মুণ্ডু কেটে নিয়ে তার চামড়াও কেটে ফেললেন । সেই নৃসিংহের চামড়াই শঙ্করের বসন তথা বস্ত্র ! আর নৃসিংহের ছিন্ন মাথাই শিবের মুণ্ডমালার মধ্যমণি।