শঙ্করাচার্যের শিষ্যই আকবররূপে জন্ম নিয়েছে - ভবিষ্য পুরাণ


শঙ্করাচার্যের একজন শিষ্য ছিল যাঁর নাম মুকুন্দ। তিনি হুমায়ুনের ঘরে পুত্ররূপে জন্ম নিলেন, তাঁর নাম রাখা হলো - আকবর।
[ভবিষ্য পুরাণ, প্রতিসর্গ, ২য় খণ্ড, শ্লোক ৮]
 
তার বিভিন্ন শিষ্য ছিলেন - শ্রীধর, শ্রীপতি, শম্ভু বরেণ্য আদি অনেকেই। ইনারা সবাই জন্মগ্রহণ করে আকবরের দরবারে মন্ত্রীপদ প্রাপ্ত হলেন
[ভবিষ্য পুরাণ, প্রতিসর্গ, ২য় খণ্ড শ্লোক ৯]
 


আর আকবর সুখপূর্বক রাজ্য চালনা করে বৈকুণ্ঠ গমন করলেন।
[ভবিষ্য পুরাণ, প্রতিসর্গ, ২য় খণ্ড, শ্লোক ৪৪]
 


আপনি যা পড়লেন তা ভবিষ্য পুরাণে উল্লেখ আছে। তারমানে সনাতন বিদ্বেষী আকবর মহান ছিলেন? যার কারণে তিনি বৈষ্ণবদের কল্পিত বৈকুণ্ঠে গমন করেছেন ?
 
[ ভবিষ্যপুরাণ প্রতিসর্গ পর্ব অধ্যায় ২২ ]
 
  • হিন্দি সংস্করণ থেকেও যুক্ত করা হলো প্রমাণ 
 


এখন কি করবেন 🥱, জয় বাবা আকবর ✋

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম