মহাপুরুষ মহম্মদের বহু পত্নী নিয়ে বিবেকানন্দের সমর্থন
পরবর্তী জীবনে মহম্মদ অনেক পত্নী গ্রহণ করেন।
মহাপুরুষেরা প্রত্যেকে দুই শত পত্নী গ্রহণ করিতে পারেন। আপনাদের মত ‘দৈত্য’কে এক পত্নী গ্রহণ করিতেও আমি অনুমতি দিব না। মহাপুরুষদের চরিত্র রহস্যাবৃত। তাঁহাদের কার্যধারা দুর্জ্ঞেয়। তাঁহাদিগকে বিচার করিতে যাওয়া আমাদের অনুচিত। খ্রীষ্ট বিচার করিতে পারেন মহম্মদকে। আপনি আমি কে?—শিশুমাত্র। এইসকল মহাপুরুষকে আমরা কি বুঝিব?
স্বামী বিবেকানন্দ রচনাবলী » ০৮ম খণ্ড » ০২. মহাপুরুষ-প্রসঙ্গ » ১০. মহম্মদ [সান ফ্রান্সিস্কোর বে-অঞ্চলে ১৯০০ খ্রীঃ ২৫ মার্চ প্রদত্ত বক্তৃতার সংক্ষিপ্ত অনুলিপির অনুবাদ]
Tags
রামকৃষ্ণ মিশন

