স্কন্দপুরাণমতে - যাজ্ঞবল্ক্য নাকি তার বোনকে গর্ভবতী করেছিলেন !

 


যাজ্ঞবল্ক্যের এক বিধবা বোন তার কাছে থাকতেন৷ একদিন রাতে যাজ্ঞবল্ক্যের স্বপ্নদোষ হয় । তিনি সেই ভেজা কাপড় রেখে দেন। তার বোন এই কাপড়কে অন্তর্বাস হিসেবে ব্যবহার করেন৷ পরে যাজ্ঞবল্ক্য সেটা শুনে বলেন এতে তার বোনের সন্তান হবে । তার বোন সেই সন্তানকে জঙ্গলে ত্যাগ করেন । সেই সন্তানই হলেন মুনি পিপ্পলাদ । অর্থাৎ পিপ্পলাদ হলেন এই পুরাণ অনুযায়ী যাজ্ঞবল্ক্য ও তার বোনের সন্তান ।
স্কন্দপুরাণের আবন্তখণ্ডের রেবাখণ্ডের ৪২ তম অধ্যায়ের ৮-৩০ নং শ্লোকে এই কাহিনী পাওয়া যায় ।
 
  • প্রশ্ন হলো বীর্য তো বাতাসেই শুকিয়ে ও যায় ও শুক্রাণু মিনিটের মধ্যেই বাতাসে মারা যায় । তাহলে যাজ্ঞবল্ক্যের সেই কখনকার কাপড়ে গর্ভ আসে কিভাবে ? আর বৃহদারণ্যকে যে বিদ্বতা ও গৃহস্থরূপ দেখি যাজ্ঞবল্ক্যের তার পক্ষে এহেন কাহিনী কি আদতেই সত্য ? 
 



 
পাঠক বিচার করুন
 
 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম