শ্রীল
প্রভুপাদের অন্যান্য দেব - দেবী নিন্দা । যেমন -
১. যে সব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে , তারাই বিষয় - বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয় ৷
কারণ তারা রজ ও তমোগুণের দ্বারা কলুষিত থাকার কারণে বিভিন্ন দেব - দেবীর উপাসনার প্রতি আকৃষ্ট থাকে ৷ ~ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ৭। ২০
২.অল্প- বুদ্ধিসম্পন্ন মানুষেরা সেই কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেব-দেবীর শরণাপন্ন হয় .................অল্প- বুদ্ধিসম্পন্ন মানুষেরাই দেবোপাসনায় তৎপর হয়। ~ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ৭।২২
৩. কিন্তু আসল কথা হচ্ছে, দেব - দেবীর উপাসকেরা অল্প - বুদ্ধিসম্পন্ন। এই জড় জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেব - দেবীরা, তাঁদের ধাম ও তাঁদের উপাসক সব কিছুই বিনাশশীল এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেব - দেবীর পূজা করে থাকে ৷ ~ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ৭।২২
Tags
ইসক্ন




