শঙ্করাচার্যের ভাষ্যকে অশ্লীল বললেন শ্রীরঙ্গরামানুজ

শঙ্করাচার্যের ভাষ্যকে অশ্লীল বললেন শ্রীরঙ্গরামানুজ 

ছান্দোগ্যোপনিষদে [১.৬.৭] জ্যোতির্ময় পুরুষের চোখের রং 'কপ্যাসং' অর্থাৎ কপ্যাসের রঙের মতো পদ্মের সাথে তুলনা করা হয়েছে।

শঙ্করাচার্য 'কপ্যাসং' শব্দের অর্থে বলেছেন 'বানরের লেজের নিচের ভাগ' অর্থাৎ বানরের নিতম্ব যেমন লাল সেই রঙ এখানে বুঝিয়েছে। 


শ্রীরঙ্গরামানুজ নিজের ভাষ্যে 'কপ্যাসং' অর্থ সূর্য করে বলেছেন, 'অশ্লীলত্বাদিদোষদুষ্টতয়া...ভাষ্যকারেণাপ্যদৃতম্' অর্থাৎ, পদ্মের সাথে বানরের নিতম্বের মতো লাল রঙের সাদৃশ্য দেখানো ভাষ্যকারের [শঙ্করের] অশ্লীলত্ব দোষ। 


 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম