শঙ্করাচার্যের ভাষ্যকে অশ্লীল বললেন শ্রীরঙ্গরামানুজ
ছান্দোগ্যোপনিষদে [১.৬.৭] জ্যোতির্ময় পুরুষের চোখের রং 'কপ্যাসং' অর্থাৎ কপ্যাসের রঙের মতো পদ্মের সাথে তুলনা করা হয়েছে।
শ্রীরঙ্গরামানুজ নিজের ভাষ্যে 'কপ্যাসং' অর্থ সূর্য করে বলেছেন, 'অশ্লীলত্বাদিদোষদুষ্টতয়া...ভাষ্যকারেণাপ্যদৃতম্' অর্থাৎ, পদ্মের সাথে বানরের নিতম্বের মতো লাল রঙের সাদৃশ্য দেখানো ভাষ্যকারের [শঙ্করের] অশ্লীলত্ব দোষ।
Tags
শঙ্করাদ্বৈত-স্মার্ত


