দুষ্টু জড় পাথর জীবন্ত হয়েছে মুসার কাপড় নিয়ে দৌঁড়ায়

 

দুষ্টু জড় পাথর জীবন্ত হয়েছে মুসার কাপড় নিয়ে দৌঁড়ায়
 
একবার মূসা (‘আ.) একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তাঁর কাপড় নিয়ে পালাতে লাগল। তখন মূসা (‘আ.) ‘পাথর! আমার কাপড় দাও,’’ ‘‘পাথর! আমার কাপড় দাও’’ বলে পেছনে পেছনে ছুটলেন.......মূসা (‘আ.) পাথর থেকে কাপড় নিয়ে পরলেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন.......পাথরটিতে ছয় কিংবা সাতটা পিটুনীর দাগ পড়ে গেল।
 
সূত্রঃ বুখারী ২৭৮, মুসলিম ৩৩৯

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম