বৌদ্ধমতে ভূমিকম্পের কারণ কী ?
গৌতম বুদ্ধ ত্রিপিটকে ভূমিকম্পের ৮টি কারণের কথা উল্লেখ করেছেন। এরমধ্যে ১ম কারণের ব্যাখ্যায় বলেছে, এই পৃথিবী জলের উপর প্রতিষ্ঠিত। আর জল রয়েছে বাতাসের উপর। যখন বাতাস প্রবাহিত হয় তখন জল কাঁপে, ফলে পৃথিবীও কাঁপে।
সূত্র: ত্রিপিটক > সূত্রপিটক > অঙ্গুত্তরনিকায় > অষ্টক নিপাত > দ্বিতীয় পঞ্চাশক > ৭. ভূমিকম্প বর্গ > ১০. ভূমিকম্প সূত্র
Tags
বৌদ্ধমত
