কাঁচা মাংস ও রক্ত দিয়ে গৌতমবুদ্ধের 'ভূত' চিকিৎসা
এক ভিক্ষুকের অমনুষ্য (ভূত) রোগ ছিল। তাকে কেউ সুস্থ করতে পারছিল না। সে গিয়ে শূকরবধস্থানে শূকরের কাঁচা মাংস ও রক্ত আহার-পান করে সুস্থ হলো। তখন গৌতম বুদ্ধ অনুমোদন দিলেন, যদি কাউকে ভূতে ধরে তবে সে কাঁচা মাংস ও টাটকা রক্ত পান করবে।
সূত্র: ত্রিপিটক > বিনয়পিটক > মহাবর্গ (৬.১.১০) > ভৈষজ্য-স্কন্ধ > ১০. সদ্য মাংস ও রক্তের ভৈষজ্য
Tags
বৌদ্ধমত
