যীশু, রাসূলকে ভগবান হিসেবে মানেন অনুকূল ঠাকুর
যীশুখ্রীষ্ট, রসুল, কৃষ্ণ, চৈতন্য ইত্যাদিকে ভগবান ব'লে জানি। তার মানে তাঁরা সজ্ঞানে ঈশ্বরের সঙ্গে নিত্য যোগযুক্ত থেকে পৃথিবীতে তাঁদের কাজ ক'রে গেছেন।
- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
সূত্র: আলোচনা প্রসঙ্গে, ১৭তম খণ্ড, পৃষ্ঠা ৮৫
Tags
সৎসঙ্গ
