কৌলিকমার্গের নিন্দা করায় বিষ্ণুকে কী ফল ভোগ করতে হয়েছিলো ?

 


কৌলিকমার্গের নিন্দা করায় বিষ্ণুকে কী ফল ভোগ করতে হয়েছিলো ? 

মেরুতন্ত্র [১৭।২২৭-২৩২] অনুযায়ী, পুরাকালে বিষ্ণু কৌলিক মার্গের নিন্দার পাপের ফলে দশরথের পুত্র হয়ে জন্ম নেন

ও তার পত্নী সীতাকে রাক্ষস হরণ করে নিয়ে যায়, ফলে দুঃখ-স্ত্রী বিয়োগ ভোগ করতে হয়। তপস্যা করে তিনি গোপকুলে কৃষ্ণ হিসেবে জন্ম নেন এবং স্বীয় অর্ধাংশ থেকে ১৬ হাজার স্ত্রীর যোনী দেখার ফলে প্রতিদিন আসব বা ফলের রস সেবন করতেন।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম