ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে তীর্থের কোন ক্ষমতা এখন আর নেই

 

পুরাণ মতে তীর্থগুলো এখন নিষ্ফল । তাহলে পৌরাণিকদের তীর্থে যাওয়াও ব্যর্থ । কেননা, ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড ৯০।৩১-৩৩ অনুযায়ী,  শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের প্রথম ১০ হাজার বছর হরি পৃথিবীতে থাকেন, প্রতিমাপূজা, শাস্ত্র ও পুরাণ বিদ্যমান থাকে। ৫ হাজার বছর তীর্থ পৃথিবীতে থাকে৷ ২.৫ হাজার বছর গ্রাম্যদেবতারা থাকে ।



এই যুক্তিতে বর্তমানে কলিযুগের ৫ হাজার বছর অতিক্রান্ত হয়েছে । তাই বর্তমানে গ্রাম্য দেবতা ও তীর্থের কোন প্রভাব নাই ।

 

 
অনুবাদঃ পঞ্চানন তর্করত্ন
 
 
 

 অনুবাদঃ শান্তি লালা নাগর, আচার্য রমেশ চতুর্বেদী

 

 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম